
| মঙ্গলবার, ২০ মে ২০২৫ | প্রিন্ট | 114 বার পঠিত
পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে নতুন চেয়ারম্যান হিসেবে জাকির আহমেদ খানকে নির্বাচন করেছে।মঙ্গলবার (২০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জাকির আহমেদ খান বাংলাদেশ সরকারের একজন সাবেক সচিব।
জনাব খান দেশ-বিদেশে অর্জিত ব্যাপক অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে এই দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমানে তিনি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবনে জনাব খান ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) এবং ১৯৬৮ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে হিউবার্ট হামফ্রি নর্থ-সাউথ ফেলো হিসেবে ডেভেলপমেন্ট ইকোনমিক্স ও ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে প্রশিক্ষণ নেন। এছাড়া বেলজিয়ামের ব্রাসেলসের ভ্রিজে ইউনিভার্সিটেইট থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।
পেশাগত জীবনে তিনি ১৯৭০ সালে সরকারি চাকরিতে যোগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে গবেষণা সহকারী এবং প্রভাষক হিসেবে কাজ করেন। এছাড়া তিনি ফিন্যান্স বিভাগে খণ্ডকালীন প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৯ সালে তিনি বিশ্বব্যাংক থেকে অল্টারনেটিভ এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে অবসর গ্রহণ করেন, যেখানে তিনি বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করতেন। তিনি প্রায় পাঁচ বছর বাংলাদেশ সরকারের অর্থ সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার কর্মজীবনে তিনি প্রতিষ্ঠান, অর্থ, জ্বালানি, বেসামরিক বিমান ও পর্যটন, বাণিজ্য এবং ক্যাবিনেট বিভাগের বিভিন্ন উচ্চপদস্থ পদে কাজ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন জাতিসংঘ সংস্থার সাথেও যুক্ত ছিলেন।
Posted ১:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity