
| বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ | প্রিন্ট | 76 বার পঠিত
কৃষিখাতের জন্য বরাদ্দ করা ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। স্কিমটিতে নতুন করে ‘কন্দাল ফসল’ চাষ এবং ‘ছাগল, ভেড়া বা গাড়ল পালন’ খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। স্কিমটির আওতায় ব্যাংকের গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ (এসিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্কিমের আওতায় ঋণ বিতরণের পুঞ্জীভূত মাসিক বিবরণী পরবর্তী মাসের ৭ কর্মদিবসের মধ্যে পাঠানোর জন্য দেশে কার্যরত সব ব্যাংককে নির্দেশনা দেয়া হলো। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেয়া হলো, যা অবিলম্বে কার্যকর হবে।
এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ স্কিমের আওতায় ধান চাষ, মৎস্য চাষ, কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে শাকসবজি, ফল ও ফুল চাষ, প্রাণিসম্পদ খাতের আওতায় পোলট্রি ও দুগ্ধ উৎপাদন খাতে কৃষক পর্যায়ে ৪ শতাংশ সুদহারে ঋণ বিতরণ করা হচ্ছে।
এর আগে গত বছরের ২১ নভেম্বর পুনঃঅর্থায়ন স্কিমটির আওতায় অধিক সংখ্যক প্রকৃত বা প্রান্তিক কৃষককে সুবিধা দেয়ার লক্ষ্যে প্রাণিসম্পদ খাতে একজন গ্রাহকের অনুকূলে নতুন ঋণ বা বিনিয়োগের সর্বোচ্চ সীমা ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়।
Posted ৫:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity