বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ানডেতে সেই দাপুটে বছরগুলো ফেরাতে চান শান্ত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   70 বার পঠিত

ওয়ানডেতে সেই দাপুটে বছরগুলো ফেরাতে চান শান্ত

টেস্ট আর টি-টেয়েন্টি ফরম্যাটে ততটা না পারলেও বাংলাদেশ ওয়ানডেতে তুলনামূলক ভালো খেলে। এই ফরম্যাটে মোটামুটি ভালো দল হিসেবে পরিচিতি আছে টিম বাংলাদেশের।

বিশেষ করে ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজা নেতৃত্ব নেওয়ার পর থেকেই জয়ের পাল্লা ভারি হতে শুরু করেছিল। সংখ্যাতত্ত্বে মাশরাফির অধিনায়কত্বেই বাংলাদেশ ওয়ানডেতে বেশি ম্যাচ জিতেছে। সেই যে শুরু, ২০২২ সালেও এ ধারা ছিল অনেকটাই সচল। সে বছর ১৫টি ওয়ানডেতে অংশ নিয়ে ১০টিতেই জিতেছিল টাইগাররা। কিন্তু পরের বছর মানে ২০২৩ সালে আর সাফল্যের সেই ধারা বজায় থাকেনি।

গত বছর জয়ের চেয়ে হারের পাল্লা অনেক বেশি ছিল টাইগারদের। ২০২৩ সালে ৩২টি একদিনের খেলায় অংশ নিয়ে ম্যাচে ১১টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। যে টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের দেখা মিলেছে কালেভদ্রে, গত বছর সেই টি-টোয়েন্টিতেই বরং টিম বাংলাদেশের জয়ের সংখ্যা ছিল বেশি। ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয়সংখ্যা ছিল ১০।

এবার নতুন বছর মানে ২০২৪ সালের প্রথমেই শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে শুরু হয়েছে টাইগারদের। এবার ওয়ানডেতে লঙ্কানদের সামনে নাজমুল হোসেন শান্তর দল।

টি-টোয়েন্টিতে ভাল খেলতে খেলতে খারাপ করা আর ওয়ানডেতে একটি বাজে বছর কাটানোর পর নতুন বছরের শুরুর অপেক্ষা-লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি কি নতুন ও ভিন্ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে?

১৩ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডের আগে অফিসিয়াল প্রেস মিটে আজ সে প্রশ্নের মুখোমুখি হলেন টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্ত।

শান্ত অবশ্য খুব বেশি চিন্তিত নন। সেই ২০১৫ থেকে ২০২২-একটানা ৮ বছর ওয়ানডেতে ভালো খেলেছে বাংলাদেশ। একটি বছর খারাপ যেতেই পারে। তার কথা, ‘সবসময় চ্যালেঞ্জ থাকবে। আন্তর্জাতিক যেকোনো দলের বিপক্ষে খেলার আগে চ্যালেঞ্জ থাকে। যেটা বললেন ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। কাজেই একটা বছর খারাপ যেতেই পারে। কিন্তু দল হিসেবে ঘুরে দাঁড়িয়ে এই বছরে ভালোভাবে ফেরাটা গুরুত্বপূর্ণ। এরজন্য ভালোভাবে প্রস্তুত আমরা।’

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com