বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

গুজবের বিষয়ে সতর্ক থাকতে বিএসইসি ও ডিএসই একসঙ্গে কাজ করবে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   159 বার পঠিত

গুজবের বিষয়ে সতর্ক থাকতে বিএসইসি ও ডিএসই একসঙ্গে কাজ করবে

পুঁজিবাজারকে রক্ষা করতে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। গুজবের বিষয়ে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

বিভিন্ন সময়ে নানা ধরনের ইস্যুকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে একটি চক্র পুঁজিবাজারকে প্রভাবিত করার চেষ্টা করে। এতে পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয়, যার প্রভাব পড়ে বিনিয়োগকারীদের ওপর। সব সময় চক্রটি ফায়দা লুটে নেয়। তাই, এ বিষয়ে আরো সতর্ক থাকতে বিএসইসি ও ডিএসই একসঙ্গে কাজ করবে।

বৈঠক সূত্র জানিয়েছে, যেকোনো ধরনের গুজব সৃষ্টির প্রচেষ্টা বিএসইসি ও ডিএসইসি যৌথভাবে প্রতিহত করবে। উভয় প্রতিষ্ঠান শেয়ারবাজারকে গতিশীল করতে এবং বিনিয়োগকারীদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির সঙ্গে ডিএসইর দ্বন্দ্ব সংক্রান্ত বিভিন্ন গুজব রটানো হচ্ছে।

এ বিষয়ে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ দাবি করেছেন, এ গুজব ভিত্তিহীন। এর সঙ্গে একমত পোষণ করেছেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান।

জানা গেছে, সম্প্রতি দেশের শেয়ারবজারে নেতিবাচক প্রভাব পড়েছে ফেসবুক গ্রুপে ছড়িয়ে দেওয়া গুজবের কারণে। প্রায় সময়েই শেয়ারবাজার নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে অস্থিতিশীল করে তুলে স্বার্থান্বেষী মহল। কয়েকদিন আগে ফ্লোর প্রাইস নিয়ে গুজব ছড়িয়ে বাজারে অস্থিরতা তৈরি করেছিল কারসাজি চক্র। তার পর জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে গুজব ছড়িয়ে অস্থিতিশীল করে তোলে একটি চক্র। তা কাটিয়ে উঠতে না উঠতেই এবার বিএসইসি ও ডিএসই মধ্যে দ্বন্দ্ব নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। সেই সঙ্গে বিএসইসির চেয়ারম্যান কমিশনে থাকছে না বলেও গুজব উঠেছে। এমন গুজব ছড়িয়ে বাজার অস্থিতিশীল করা হচ্ছে। তবে, এ বিষয়টিও বরাবরের মতোই গুজব বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

এদিকে, রমজানে শেয়ারবাজারে লেনদেনের সময় নিয়েও এক ধরনের গুজব ছড়ানো হয়। সাধারণত, স্টক এক্সচেঞ্জই লেনদেনের সময় নির্ধারণ করতে পারে। তবে, নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করতে হয়। যেহেতু দেশে দুটি স্টক এক্সচেঞ্জ, সেহেতু দুটির লেনদেনের সময় একই হওয়া সুবিধাজনক। তা নাহলে লেনদেন, সূচক ও মূল্যে সমস্যা দেখা দিতে পারে। এজন্য সমন্বয় করেই লেনদেনের সময় কমিশন ঠিক করা হয়।

এ বিষয়ে ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, আমরা বাজারের সার্বিক স্বার্থে কাজ করি। বিনিয়োগকারীদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পায়। করোনার মধ্যে তিন বছর কঠিন সময় পার করেছি। সবকিছু বন্ধ ছিল। এ সময় আমরা চেষ্টা করে বাজার চালু রেখেছি। কাজ করতে গেলে মতের ভিন্নতা থাকতে পারে। তবে আইনসঙ্গতভাবে আমাদের কাজ করতে হয়।

তিনি বলেন, ডিএসইর সাথে আমাদের কোরো দূরত্ব নেই। কমিশন এবং স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের জন্য একই উদ্দেশ্যে নিয়ে কাজ করে। বাজারের স্বার্থে গুজব গ্রহণ করা হবে না। দুই প্রতিষ্ঠানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। উভয় প্রতিষ্ঠান নিরলস কাজ করছে।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান বলেন, পুঁজিবাজারের স্বার্থে ডিএসই কাজ করে যাচ্ছে। বিএসইসি ও ডিএসইর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নেই। চক্রান্তকারীরা গুজব ছড়িয়ে বাজারকে প্রভাবিক করতে চেষ্টা করছে। যেকোনো ধরনের গুজব থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে। গুজব প্রতিরোধে ডিএসই ও বিএসইসি একত্রে কাজ করবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৭ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com