
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 82 বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রশাসক নিয়োগ আদেশের কার্যকারিতায় স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ মাসের জন্য স্থগিত করে প্রশাসক নিয়োগ আদেশ জারি করার মাত্র একদিন পরেই হাইকোর্ট এই স্থগিতাদেশ জারি করে।
কোম্পানিটির পক্ষ থেকে ২২ এপ্রিল আইডিআরএ’র আদেশে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করে। আদালত পিটিশনের ওপর প্রাথমিক শুনানি শেষে এই স্থগিতাদেশ জারি করে। আইডিআরএ’র আদেশটি কেন বাতিল করার নিদের্শ দেয়া হবে না, এ মর্মে জানতে চেয়ে আদালত এ বিষয়ে একটি রুল-নিশিও জারি করে। সোনালী লাইফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সোনালী লাইফের জনসংযোগ বিভাগ থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপুর্বে সোনালী লাইফের বরখাস্তকৃত সাবেক সিইও মীর রাশেদ বিন আমানের করা আবেদনের প্রেক্ষিতে সোনালী লাইফের কার্যক্রম খতিয়ে দেখতে আইডিআরএ কোম্পানিতে একটি অডিট ফার্ম নিয়োগ করে। অডিট ফার্মের প্রণীত অডিট রিপোর্টের কোন কপি সোনালী লাইফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না করে এবং তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থন করার কোন সুযোগ না দিয়েই সোনালী লাইফের বর্তমান বোর্ড ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেয় এবং প্রশাসক নিয়োগ দেয়।
আরও পড়ুন :
মেঘনা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা
সংকট মোকাবিলায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়ানোসহ ৩ সিদ্ধান্ত নিল বিএসইসি
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুর্নীতির অভিযোগে ও নৈতিক স্খলনের দায়ে বরখাস্তকৃত সোনালী লাইফের সাবেক সিইও মীর রাশেদ বিন আমানের বিরুদ্ধে কোম্পানির মূল ডাটা ম্যনিপুলেশন করা এবং জাল শিক্ষাগত সনদ প্রদান করে সিইও পদে আসিন হওয়ার মত গুরুতর অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে করা মামলায় তিনি ইতিমধ্যে আটক হয়ে জেলে যান। তার আবেদনের প্রেক্ষিতে আইডিআরএ নিয়োজিত অডিট ফার্ম দিয়ে কোম্পানিতে নিরীক্ষা চালায় এবং নিরীক্ষা প্রতিবেদনের উপর ভিওি করেই সোনালী লাইফে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে আনিত অভিযোগ খন্ডানোর কোন সুযোগ না দিয়ে ২১ এপ্রিল তড়িঘড়ি করে প্রশাসক নিয়োগের চিঠি ইস্যু করে। এতে বলা হয়, অডিটের মূল অভিযোগের যে জায়গাটি তা হলো, কোম্পানি থেকে মোস্তফা গোলাম কুদ্দুসের অর্থ গ্রহন, অথচ তিনি যে সেসব অর্থ তার মালিকানাধীন সোনালী লাইফের প্রধান কার্যালয়ের ইমপেরিয়াল টাওয়ারের ভাড়া বাবদ গ্রহন করেছেন এ বিষয়টি কোথাও উল্লেখ করা হয়নি এবং সোনালী লাইফের সিইও রাশেদ বিন আমান তার দেয়া রিপোর্টে সুকৌশলে বিষয়টি এড়িয়ে গেছেন। ফলে অডিট প্রতিষ্ঠানও বিষয়টিকে আমলে নেয় নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী সোনালী লাইফ বিগত ৩ মাসে নানান অস্থিরতার মধ্যেও ৩০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং ১১৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। প্রশাসক নিয়োগের বিষয়টি গ্রাহকদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।
Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity