বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

রফতানিতে নগদ প্রণোদনা আরও কমলো

  |   সোমবার, ০১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   56 বার পঠিত

রফতানিতে নগদ প্রণোদনা আরও কমলো

নতুন অর্থবছরের প্রথম দিনে রফতানিতে নগদ প্রণোদনা আরও কমানো হলো । স্বল্পোন্নত দেশের কাতার থেকে চূড়ান্তভাবে বের হওয়ার পদক্ষেপ হিসেবে রফতানিমুখী ৪৩টি খাতে নগদ প্রণোদনা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, তৈরি পোশাক খাতের জন্য বিশেষ প্রণোদনার হার ০.৫ শতাংশ থেকে কমিয়ে ০.৩ শতাংশ করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে যা ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করা হয়। ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সারদের সফটওয়্যার ও আইটিএস রফতানি প্রণোদনা ৩ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে আড়াই (২.৫) শতাংশ।

আগামী ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটতে যাচ্ছে বাংলাদেশের। এজন্য বেসরকারি খাতকে প্রস্তুত করতে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো কমলো প্রায় সব রফতানিতে নগদ সহায়তা।

নিট, ওভেন ও সোয়েটারসহ তৈরি পোশাক খাতের সব ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত নগদ সহায়তা হবে ৩ শতাংশ, যা আগে ছিল ৪ শতাংশ। বস্ত্র খাতে নতুন পণ্য বা নতুন বাজার সম্প্রসারণ সুবিধা ২ শতাংশে নামানো হয়েছে, যা এর আগে ৪ শতাংশ থেকে ৩ শতাংশ করা হয়।

বৈচিত্র্যপূর্ণ পাটপণ্যে নগদ সহায়তা আরও কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে; আগে যা ২০ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। পাটজাত চূড়ান্ত দ্রব্যে এ সহায়তা করা হয়েছে ৫ শতাংশ; আগে যা ১২ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছিল। আর চামড়াজাত দ্রব্য রফতানিতে প্রণোদনার হার ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে; ফেব্রুয়ারির আগে যা ছিল ১৫ শতাংশ।

ওষুধের কাঁচামালে নগদ সহায়তা মিলবে ৫ শতাংশ; এর আগে যা ২০ শতাংশ থেকে ১০ শতাংশে নামানো হয়। শতভাগ হালাল মাংস রফতানিতে ১০ শতাংশ নগদ সহায়তা দেয়া হবে; এর আগে যা ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ হয়েছিল। কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং আলু রফতানিতে সহায়তা আরও কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

হাল্কা প্রকৌশল রফতানিতে নগদ সহায়তা ১০ শতাংশে নামানো হয়েছে, ফেব্রুয়ারিতে যা ১৫ শতাংশ থেকে ১২ শতাংশ করা হয়। এখন থেকে ৬ শতাংশ নগদ সহায়তা পাবে মোটরসাইকেল, ফার্মাসিউটিক্যালস পণ্য, রেজার ও রেজার ব্লেড, কনজ্যুমার ইলেকট্রনিক্স, পেট বোতল ফ্লেক্স, জাহাজ, প্লাস্টিক দ্রব্য ও হাতে তৈরি পণ্য। তবে সফটওয়্যার, আইটিইএস ও হার্ডওয়্যারে ৩ শতাংশ থেকে বাড়িয়ে সগদ সহায়তা ৬ শতাংশ করা হয়েছে; যদিও ফেব্রুয়ারির আগে ছিল ১০ শতাংশ।

নতুন অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হচ্ছে এ প্রজ্ঞাপন, যা ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০১ জুলাই ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

July 2024
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com