
| রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 571 বার পঠিত
বীমা খাতে চলমান সমস্যা থেকে উত্তরণ ও অনিয়ম বন্ধে দেশের বীমা কোম্পানীর মূখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর নন-লাইফ টেকনিক্যাল কমিটির প্রথম সভা কমিটির আহবায়ক সেনাকল্যাণ ইন্স্যুরেন্স পিএলসি’র সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীমের সভাপতিত্বে রোববার (২৭ অক্টোবর) এস,কে,এস,টাওয়ারে অনুষ্ঠিত হয়।
সভায় নন লাইফ সেক্টরে চলমান সমস্যা উত্তরণ এবং অনিয়ম বন্ধে উপস্থিত সদস্যরা তিনটি প্রস্তাব সর্বসম্মতভাবে উপস্থাপন করেন। যেগুলো বিআইএফ-এর মাধ্যমে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) দপ্তরে পেশ করা হবে।
প্রস্তাবসমূহ হচ্ছে প্রথমতঃ নন লাইফ বীমাখাতে অনিয়মের মূল সমস্যা হচ্ছে অনিয়ন্ত্রিত কমিশন প্রথা যেটি বীমা কোম্পানিসমূহকে আর্থিকভাবে দুর্বল করছে এবং নানাবিধ অনিয়মের জন্য সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বিধায় জিরো পার্সেন্ট কমিশনের প্রস্তাব পেশ করা হয়।
দ্বিতীয়তঃ মার্কেটিংয়ে নিয়োজিত কর্মীদের জন্য একটি অভিন্ন (বেতন কাঠামো) পে-স্কেলের প্রস্তাব করা হয়।
তৃতীয়তঃ এসব প্রস্তাবসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপকভাবে প্রচার প্রচারণার উদ্যোগ গ্রহণের প্রস্তাব করা হয়।
এ সময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপাবলিক ইন্স্যুরেন্সের সিইও ড. এ কে এম সারোয়ার জাহান জামিল, ঢাকা ইন্স্যুরেন্সের সিইও বায়েজিদ মুজতবা সিদ্দিকী, প্রভাতী ইন্স্যুরেন্সের সিইও মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের সিইও মোঃ নূরে আলম সিদ্দিকী, কর্ণফুলী ইন্স্যুরেন্সের সিইও এ.এন.এম ফয়জুল করিম মুন্সী, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের সিইও কাজী মোকাররম দস্তগীর, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের সিইও এস এম শহিদুল্লাহ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের সিইও সাজ্জাদ ইয়াহিয়া, ইস্টার্ন ইন্স্যুরেন্সের সিইও হাসান তারেক ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের সিইও আব্দুল মতিন প্রমুখ।
Posted ১০:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity