
| শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 99 বার পঠিত
৩১ ডিসেম্বর ২০২৪ সালের বীমা ব্যবসার সমাপনী হিসাবসহ সকল লাইফ বীমা কোম্পানির ১০ বছরের তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ৬ জানুয়ারি কর্তৃপক্ষের পরিচালক (লাইফ) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত সকল বীমা কোম্পানির নিকট পাঠানো চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, বীমা আইন, ২০১০ এর ৪৯ ধারার বিধান মোতাবেক লাইফ বীমা কোম্পানিসমূহ এবং করপোরেশনের ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ব্যবসার হিসাব সমাপন করে সংযুক্ত ছক (বীমা ব্যবসার সমাপনী প্রতিবেদন, পত্রের সাথে সংযুক্ত ফরম এ,বি ও সি) অনুযায়ী উপাত্ত দ্বারা প্রতিবেদন তৈরী করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও সিএফও কর্তৃক সত্যায়িত করে ৪ সেট নথি আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। এক্ষেত্রে নির্ধারিত তারিখে প্রতিবেদন দাখিলে ব্যর্থ হলে বীমা আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে প্রদর্শিত ১ম বর্ষ ব্যবসার বিপরীতে ব্যাংক জমা অবশ্যই ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে হতে হবে এবং ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের পর প্রদর্শিত ব্যাংক জমা ২০২৫ সালের ব্যবসা হিসেবে গণ্য হবে।
এক্ষেত্রে প্রথম বর্ষ প্রিমিয়াম আয়ের বিপরীতে কালেকশন ইন হ্যান্ড/ ক্যাশ ইন ট্রানজিট/ কালেকশন কন্ট্রোল এ্যাকাউন্ট/ ব্রাঞ্চ কন্ট্রোল এ্যাকাউন্ট শিরোনামে কোন অর্থ প্রদর্শন করা যাবে না। উপরন্ত ব্যবসায় সমাপনী বিবরণীতে আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম শিরোনামে (নবায়ন প্রিমিয়ামের বিপরীতে প্রদর্শন করা হয়) প্রদর্শিত অর্থের যে অংশ উক্ত বিবরণী দাখিলের পর হতে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে আদায় হবে মর্মে প্রতীয়মান হয় তা কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে।
বীমা আইন, ২০১০ এর ৪৯ ধারার বিধান মোতাবেক ২০২৪ সহ বিগত ১০ বছরের তথ্যাদি দ্বারা কী ফিনান্সিয়াল ইন্ডিকেটরস এবং স্টেটমেন্ট অব দ্যা রিকনসিলিয়েশন সংক্রান্ত বিবরণী সংযুক্ত ছক মোতাবেক আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে কর্তৃপক্ষ বরাবর দাখিল করার জন্য নির্দেশনা দেয়া হয়।
Posted ২:০৫ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity