
| সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 134 বার পঠিত
আসন্ন ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে বীমা খাতের কর্পোরেট কর হ্রাস এবং কিছু বীমা পণ্যের উপরে কর প্রত্যাহার নিয়ে ১৫টি প্রস্তাব করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে লিখিতভাবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের পক্ষে বাজেট প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের সভাপতি সাঈদ আহমেদ।
এ সময় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কাজী সাখাওয়াত হোসেন লিন্টু, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, অগ্রণী ইন্স্যুরেন্সের পরিচালক মো. আলমগীর হোসেন, সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান, ড. এ কে এম সরোয়ার জাহান জামিল ও ফারজানা চৌধুরী উপস্থিত ছিলেন।
নন-লাইফ বীমা খাতের উন্নয়নে যেসব প্রস্তাব করা হয় তার মধ্যে রয়েছে- পুনর্বীমা কমিশনের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার, বৈদেশিক পুনর্বীমা প্রিমিয়ামের ওপর আরোপিত ভ্যাট ও উৎসে কর প্রত্যাহার, স্বাস্থ্য বীমার ওপর আরোপিত কর প্রত্যাহার, করপোরেট কর হার হ্রাসসহ কৃষি বীমা, গবাদিপশু বীমা, বিভিন্ন ধরনের শস্য বীমা, উদ্ভাবনী বীমা, নতুন সামাজিক বীমা পণ্যেসহ অনলাইন ভিত্তিক বীমা প্রিমিয়ামের উপর মূল্য সংযোজন কর ও করপোরেট কর রহিত করার প্রস্তাব করা হয়।এ ছাড়াও কর নির্ধারণ পদ্ধতিতে সংস্কার এবং নন-লাইফ বীমার অন্তর্ভুক্ত সকল শ্রেণীর বীমা সেবার বিপরীতে পুনর্বীমাকারী সকল প্রিমিয়ামের উপর মুসক চার্জ অব্যাহতি প্রদানের প্রস্তাব করা হয়।
অপরদিকে লাইফ বীমা খাতের উন্নয়নে যেসব প্রস্তাব করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো- লাইফ বীমা পলিসির ডিপোজিট হোন্ডারদের জমাকৃত প্রিমিয়ামের অতিরিক্ত টাকার ওপর আরোপিত কর প্রত্যাহার, লাইফ ও নন-লাইফ বীমার করপোরেট কর হার হ্রাস, পুনর্বীমা কমিশনের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার, স্বাস্থ্য বীমায় ওপর থেকে কর প্রত্যাহার, বীমা এজন্টদের কমিশন আয়ের ওপর থেকে উৎসে কর প্রত্যাহার, নবায়ন প্রিমিয়ামের ওপর অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয় হারের সমন্বয়ন এবং উৎসে ভ্যাট কমানোর দাবি জানানো হয়।
Posted ১০:১২ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity