
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ মার্চ ২০২৪ | প্রিন্ট | 116 বার পঠিত
পবিত্র রমজান মাসে বীমা কোম্পানিগুলোর অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চালু থাকবে।
মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। রমজান শেষে অফিস চলবে আগের সময়সূচি অনুযায়ী।
সরকারি সিদ্ধান্তের সঙ্গে সঙ্গিত রেখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-সহ সব বীমা করপোরেশন এবং বীমা কোম্পানির জন্য এ অফিস সূচি নির্ধারণ করেছে আইডিআরএ।
এ বিষয়ে বীমা কোম্পানিগুলোকে পাঠানো চিঠিতে আইডিআরএ উল্লেখ করেছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। অফিসের সময় সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মাঝে ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
Posted ৩:০৪ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity