শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সানফ্লাওয়ার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় কমানোর নির্দেশ আইডিআরএ’র

  |   সোমবার, ০৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   93 বার পঠিত

সানফ্লাওয়ার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় কমানোর নির্দেশ আইডিআরএ’র

সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় ও অন্যান্য অনিয়ম কমানোর নির্দেশ দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। কোম্পানির এজেন্ট কমিশন নির্ধারিত সীমায় নিয়ে আসা এবং লাইফ ফান্ড যথাযথকরণ, যথাসময়ে বার্ষিক হিসাব প্রতিবেদন প্রস্তুত, তথ্যের নির্ভুলতা যাচাই করে কর্তৃপক্ষে দাখিল ও নবায়ন প্রিমিয়াম আয় বাড়ানোর জন্যে কোম্পানির পরিচালনা পর্ষদের মতবিনিময় সভায় তাগিদ দেয় আইডিআরএ। রোববার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আইডিআরএ।

আইডিআরএ চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় কর্তৃপক্ষের সব সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকার পাশাপাশি সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা, সিএফও, কোম্পানি সেক্রেটারিসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা ব্যয়ের বর্তমান অবস্থা উপস্থাপন করেন সহকারী পরিচালক মো. আবু মাহমুদ।

উপস্থাপিত প্রতিবেদন বলা হয়, ২০২২ ও ২০২৩ সালে যথাক্রমে ৪১ দশমিক ৩০ শতাংশ ও ১৫ শতাংশ অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় হয়েছে। অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের খাতওয়ারি চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ ব্যয় হয় কমিশন ও বেতন খাতে, যা মোট ব্যবস্থাপনা ব্যয়ের ৮০ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া কোম্পানির লাইফ ফান্ড, বিনিয়োগসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় দেখা যায়, লাইফ ফান্ডের সর্বোচ্চ ১০ শতাংশ তারল্যে রূপান্তর করা যাবে এবং অবশিষ্ট তহবিল মানসম্মত বিনিয়োগ নয়। কোম্পানির দ্বিতীয়বর্ষের নবায়ন প্রিমিয়ামের হারও অনেক কম, যা মাত্র ২ শতাংশের কম। বীমা পলিসি গ্রহীতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সভায় অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, প্রাতিষ্ঠানিক সুশাসনের মারাত্মক ঘাটতি, নির্ধারিত সীমার অতিরিক্ত কমিশন প্রদান ও বিপুল পরিমাণ বীমা দাবি পরিশোধ না করায় কোম্পানির পর্ষদের প্রতি অসন্তোষ প্রকাশ করে আইডিআরএ।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

July 2024
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com