
আহমেদ সাইফুদ্দীন চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 128 বার পঠিত
রি-ইন্স্যুরেন্স ট্রিটি নিয়ে সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি) হঠাৎ করে যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সেই বিষয়ে বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি’র (বিজিআইসি) মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী বলেন, সাধারণ বীমা কর্পোরেশনের এমন কঠোর পদক্ষেপ বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে ঝুঁকির মুখে ফেলেছে। সাধারণ বীমা কর্পোরেশন যেমন আমাদের নিকট রি-ইন্স্যুরেন্স বকেয়া প্রিমিয়ামের টাকা পাবে তেমনি বেসরকারী বীমা কোম্পানী গুলোও তাদের নিকট বীমা দাবি’র (ক্লেইম) টাকা পাবে।
দীর্ঘদিনের রি-ইন্স্যুরেন্সের বকেয়া প্রিমিয়ামের টাকা হঠাৎ করে পরিশোধ করা সম্ভব নয়। রি-ইন্স্যুরেন্সের বকেয়া প্রিমিয়ামের যে টাকা জমেছে সেটা দীর্ঘদিনের। দীর্ঘদিন থেকে সাধারণ বীমা কর্পোরেশন পুন:বীমা দাবী পরিশোধ না করায় প্রিমিয়াম পরিশোধের ক্ষেত্রে ধারাবাহিকতায় বিঘ্ন ঘটে যার ফলে বকেয়া প্রিমিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়। বর্তমান সময়ে সাধারণ বীমা কর্পোরেশন বলছে, বকেয়া রি-ইন্স্যুরেন্সের টাকা পরিশোধ না করা হলে, রি-ইন্স্যুরেন্স ট্রিটি দেয়া যাবে না, যা কোনোক্রমেই বাস্তব সমাধান হতে পারে না।
বিজিআইসির সিইও উদাহরণ দিয়ে বলেন, ‘আপনি নদীর গতিপথ দেখেই তো বাঁধ দিতে হবে, হঠাৎ করে বহমান নদীর এক জায়গায় বাঁধ দিবেন কিন্তু অন্য জায়গায় ঠিকই বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে’। তাই আমার ব্যক্তিগত মতামত হলো, সাধারণ বীমা কর্পোরেশনের রি-ইন্স্যুরেন্স বকেয়া প্রিমিয়ামের টাকা যেহেতু দীর্ঘদিনে জমেছে, সেক্ষেত্রে বকেয়া পরিশোধের জন্য আমাদেরকে সময় দেয়া উচিত। বকেয়া পরিশোধের প্রক্রিয়া কিস্তি আকারে হতে পারে, আবার ত্রৈমাসিক ভিত্তিতেও হতে পারে।
পাশাপাশি সাধারণ বীমা কর্পোরেশনের নিকট বেসরকারী বীমা কোম্পানীর গ্রাহকের বীমা দাবীর টাকা পাওনা রয়েছে সেটাও মাসিক বা ত্রৈমাসিক কিস্তি আকারে পরিশোধ করা যেতে পারে। কারণ, সাধারণ বীমা কর্পোরেশনের নিকট আমাদের গ্রাহকের বীমা দাবির টাকার পরিমাণও কম নয়। গ্রাহকদের সাথে আমাদের ব্যবসা করতে হয়, সেক্ষেত্রে সাধারণ বীমা কর্পোরেশন সঠিক সময়ে বীমা দাবীর টাকা পরিশোধ না করলেও, সেই টাকা আমাদের গ্রাহকদেরকে সঠিক সময়েই পরিশোধ করতে হচ্ছে। বীমা গ্রাহকরা যেহেতু সাধারণ বীমা কর্পোরেশনের সাথে সরাসরি বীমাকৃত নয়, ফলে আমাদেরকেই গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে হয়।
সাধারণ বীমা কর্পোরেশনের রি-ইন্স্যুরেন্সের বকেয়া প্রিমিয়ামের টাকা আমরা যেমন পরিশোধ করবো তেমনি সাধারণ বীমা কর্পোরেশনও বীমা দাবীর টাকা সঠিক সময়ে পরিশোধ করা উচিত। এটা দ্বিপক্ষীয়ভাবে সমাধান করলে বীমা খাত আরো বিকশিত হবে এবং দেশ অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে। আর যদি এই বিষয়ের সুনির্দিষ্ট কোনো সঠিক সমাধান না হয়, তাহলে এই পরিস্থিতির কারণে দেশের বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলো আরও ঝুঁকির মুখে পড়বে বলে আমি মনে করছি।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity