শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

নীতিসুদ হার ১০ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি প্রকাশ

  |   সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত

নীতিসুদ হার ১০ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি প্রকাশ

বাংলাদেশ ব্যাংক আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) নীতিসুদ হার ১০ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি প্রকাশ করল। যেখানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৯.৮ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আজ এক সংবাদ সম্মেলনে ২০২৫ সালের জানুয়ারি-জুন পর্যন্ত সময়ের জন্য এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান মুদ্রানীতি পড়ে শোনান ।

নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ থেকে ৮ শতাংশ। আগের মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশ। এছাড়া বেসরকারি খাতের ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ দশমিক ৮ শতাংশ। আগের মুদ্রানীতিতেও লক্ষ্যমাত্রা একই ছিল। সরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ দশমিক ৫০ শতাংশ। যা আগের মুদ্রানীতিতে ছিল ১৪ দশমিক ২ শতাংশ।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নীতিসুদহার আগের মতই অপরিবর্তিত থাকবে। যতদিন মূল্যস্ফীতি ৭ শতাংশের নীচে না নেমে আসে ততদিন নীতিসুদহার কমনো হবেনা তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ে সকলের উদ্বেগ রয়েছে। বাংলাদেশ ব্যাংক এ নিয়ে কাজ করছে।

এদিকে বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৮ শতাংশ। যেটা চলতি অর্থবছরের প্রথমার্ধের একই লক্ষ্যমাত্রা (৯ দশমিক ৮ শতাংশ) ছিল। আর সরকারি ঋণ প্রবৃদ্ধি ১৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর আগের মুদ্রানীতিতে সরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ১৪ দশমিক ২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত নভেম্বরে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৬৬ শতাংশ, যা ২০২১ সালের মে মাসের (৭.৫৫ শতাংশ) পর সর্বনিম্ন। এ প্রবৃদ্ধি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক নিচে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য বাংলাদেশ ব্যাংক ৯ দশমিক ৮ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, যা গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের প্রক্ষেপণের তুলনায় সামান্য কম।

 

প্রতি‌দি‌নের অর্থনী‌তি/এসএ

 

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৩ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com