বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সাক্ষাৎকারে- মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

বীমা খাতের উন্নয়নে বিআইএ’র নির্বাচনে যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে

  |   বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   567 বার পঠিত

বীমা খাতের উন্নয়নে বিআইএ’র নির্বাচনে যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে

যুগোপযোগী বীমা পণ্যের উদ্ভাবন, ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন ও বীমার প্রতি গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) এবারের নির্বাচনে যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মত দেন সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীর দেশ। এদেশে বীমার ব্যাপক সম্ভাবনা রয়েছে। কি লাইফ, কি নন লাইফ। এদেশের বিশাল এই জনগোষ্ঠীকে বীমার আওতায় আনতে বিআইএ’র মাধ্যমে সরকারের কাছে যথাযথ বার্তা পৌঁছাতে হবে।

তিনি বলেন, শুধু সরকারের দিকে চেয়ে থাকলেও হবে না আমাদেরও এখাতের উন্নয়নে সঠিক পন্থায় কাজ করতে হবে। জনগণের আস্থা বাড়াতে বীমা প্রচার ও প্রসারের বিষয় রয়েছে। মানুষকে বীমার সুবিধা সম্পর্কে সচেতন করে ক্ষয়-ক্ষতির বিবরণ দিয়ে বীমামুখী করার কাজ চালিয়ে যেতে হবে। আর বিআইএ’র যোগ্য নেতৃত্বের মাধ্যমে এসব কাজ সহজেই করা সম্ভব। এসব বিষয় মাথায় রেখেই বিআইএ’র যোগ্য নেতৃত্বকে খুঁজে নিতে হবে। তাহলে এখাতেরই উন্নয়ন হবে।

সম্প্রতি বিআইএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে সামনে রেখে কথা হয় সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরীর সাথে।

তিনি বলেন, দেশের বীমা খাতে ব্যবসা সংগ্রহের অস্বাস্থ্যকর প্রতিযোগিতা রয়েছে। এসব সমস্যা একদিনে তৈরি হয়নি। দীর্ঘদিনে তৈরি হয়েছে। এসব সমস্যার সমাধান রাতারাতি করা সম্ভব নয়। তবে সঠিক পরিকল্পনার মাধ্যমে সময়ের প্রয়োজনেই এসব সমস্যা সমাধান করা সম্ভব। আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে সহজেই উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও নীতিনির্ধারকদের সঠিক ভূমিকায় এগিয়ে যেতে পারে বীমা খাত।

বিআইএ’র নির্বাচনের বিষয়ে তিনি বলেন, একই নেতৃত্বের মাধ্যমে বিআইএ দীর্ঘদিন পরিচালিত হয়ে আসছে। এবার যেহেতু বিআইএতে গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব বাছাইয়ের সুযোগ রয়েছে তাই আমি মনে করি, আমাদের সঠিক এবং যোগ্য নেতৃত্বকে বেছে নিতে হবে।এই নেতৃত্বের মাধ্যমে বিআইএ গড়ে তোলার পেছনে যে মহৎ উদ্দেশ্য ছিলো সেটা যাতে যথাযথ পরিপালন করা সম্ভব হয়।

 

র্দীঘ ৩৫ বছররে অভিজ্ঞতা সম্পন্ন বীমা ব্যক্তিত্ব  মুহাম্মদ নুরুল আলম চৌধুরী সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ১৯৯০ সাল থেকে দেশের বীমা খাতে ইর্স্টান ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স সর্বশেষ ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করে বর্তমানে সাউথ এশিয়া  ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহীর দায়িত্ব পালন করে যাচ্ছেন। দীর্ঘ কর্মজীবনে মুহাম্মদ নুরুল আলম চৌধুরী বিভিন্ন কোম্পানিতে হিসাব বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ, প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, মার্কেটিং বিভাগ এবং কোম্পানি সচিব, সিএফওসহ বিভিন্ন বিভাগে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

মুহাম্মদ নুরুল আলম চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং কানাডিয়ান এডুকেশন সেন্টার থেকে সার্টিফাইড জেনারেল একাউন্টেন্ট পদবি অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড থেকে একাউন্টিং, ট্যাক্স, ভ্যাট, প্রিন্সিপাল এন্ড কনভেনশনাল প্র্যাকটিসেস অব ইসলামিক ইন্স্যুরেন্স এবং কমপ্লায়েন্স অব কর্পোরেট গভর্ন্যান্স বিষয়ে সনদ অর্জন করেন। পেশাগত দক্ষতা অর্জনে তিনি আমরেকিা, কানাডা, জাপান, অস্ট্রলেযি়া, কোরযি়া, লন্ডন, সংযুক্ত আরব আমরিাত ও ইউরোপিয় ইউনয়িনের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

বীমা কোম্পানিতে দায়িত্বের পাশাপাশি মুহাম্মদ নুরুল আলম চৌধুরী বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি সোনাগাজীর সফরপুর গোলামগঞ্জ দিঘিরপাড় জামে মসজিদের সভাপতি এবং মাওলানা বজলুল করিম জামে মসজিদের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। এছাড়া তিনি আন্তর্জাতিক লায়ন্স ক্লাব বাংলাদেশের জেলা গর্ভনরের একজন সক্রিয় উপদেষ্টা।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com