
| সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 91 বার পঠিত
দেশের ১০ প্রতিষ্ঠানকে ‘অথরাইজড ইকোনমিক অপারেটর’ (এইও) সনদ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক বিভাগ। ফলে এসব কোম্পানি কাস্টমসের প্রক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে।
রোববার এনবিআর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে এইও সনদ তুলে দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
অথরাইজড ইকোনমিক অপারেটরের মর্যাদা পেয়েছে ইউনিলিভার, বার্জার পেইন্টস বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত, বিএসআরএম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, ফেয়ার ইলেকট্রনিক্স, এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট, টোয়া পার্সোনাল প্রোটেক্টিভ ডিভাইস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্যাদা দেওয়ার ফলে প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট ক্ষেত্রে কাস্টমস চেক এড়িয়ে বন্দর থেকে দ্রুত পণ্য খালাসের সুবিধা পাবে, যা উৎপাদন ও রপ্তানির ‘লিড টাইম’ ও বন্দরের ওপর চাপ কমাবে।
এইও প্রক্রিয়াটি বিমানবন্দরের ‘গ্রিন চ্যানেল’ ব্যবস্থার মতো কাজ করে। এতে কাস্টমস কর্তৃপক্ষ নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে শুল্ক সংক্রান্ত ছাড় দেয়।
বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “এই সনদ শুধু তাদের জন্য, যাদের ভোক্তা অধিকার, কর পরিশোধ ও সুশাসনে শক্তিশালী রেকর্ড রয়েছে।”
উন্নত বিশ্বে এই সুবিধা অনেক আগে থেকেই প্রচলিত থাকলেও বাংলাদেশে ২০১৩ সালে নীতিগতভাবে চালু হয়। তবে বাস্তবে তেমন কার্যকর ছিল না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
Posted ১:০৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity