
| সোমবার, ১২ মে ২০২৫ | প্রিন্ট | 157 বার পঠিত
বীমা কোম্পানিগুলোতে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ ও নবায়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদ যথাযথভাবে যাচাই করার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ৮ মে আইডিআরএ’র পরিচালক মো. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ ও নবায়নের জন্যে পাঠানো কিছু প্রস্তাবের শিক্ষাগত সনদ যাচাইয়ে জালিয়াতি ও শঠতার প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় (যেমন: ইবাইস ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়) এবং অনলাইন থেকে প্রাপ্ত ডিগ্রির সনদের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে কর্তৃপক্ষের সময় নষ্ট হওয়া ছাড়াও বীমা কোম্পানিগুলো আইনগত জটিলতার মুখে পড়ছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, সিইও পদে প্রার্থীর ডিগ্রি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ক্যাম্পাস ও প্রোগ্রাম থেকে অর্জিত কিনা তা যাচাই করতে হবে। বিদেশি বা অনলাইন ডিগ্রির ক্ষেত্রে ইউজিসি থেকে সমতাকরণ সনদ ও সত্যায়িত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
চিঠিতে আরো বলা হয়; কোনো বীমা কোম্পানি যাচাই ছাড়া সনদ পাঠালে এবং তা জাল প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার দায়ে অভিযুক্ত করা হবে।
চিঠিটি সকল লাইফ ও নন-লাইফ খাতের সব বীমা কোম্পানির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ ও মুখ্য নির্বাহী কর্মকর্তাকে এই চিঠি পাঠানো হয়। বীমা কোম্পানিসমূহে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ অনুমোদনের চেকলিস্টও প্রেরণ করা হয়।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity