
| সোমবার, ১৯ মে ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
বীমা খাতে অ্যাকচ্যুয়ারিয়াল সায়েন্সে দক্ষতা বিকাশের লক্ষ্যে ডিপ্লোমা ইন অ্যাকচ্যুয়ারিয়াল সায়েন্স কোর্সের ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির পুন:বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমি। আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আগামী ২৯ মে ২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র আহবান করা হয়েছে।
ডিপ্লোমা ইন অ্যাকচ্যুয়ারিয়াল সায়েন্স কোর্সে ভর্তির যোগ্যতা: পদার্থবিদ্যা/রসায়ন/গণিত/পরিসংখ্যান/সিএসই অথবা প্রকৌশলের যেকোন শাখায় স্নাতক ডিগ্রিধারী, যাদের এসএসসি এবং এইচএসসি স্তরে জিপিএ ৪.০০ এবং স্নাতক স্তরে সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
অথবা অর্থনীতি অথবা বাণিজ্য অনুষদভুক্ত বিষয়ে জিপিএ ৩.০০ সহ স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবে। তবে এইচএসসি স্তরে গণিতসহ জিপিএ ৪.০০ প্রাপ্তরা অগ্রাধিকার পাবে।
অথবা ব্যাংক/বীমা/অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি যাদের স্নাতক ডিগ্রি রয়েছে, তারাও আবেদন করতে পারবে। তবে এইচএসসি স্তরে গণিতসহ জিপিএ ৪.০০ প্রাপ্তরা অগ্রাধিকার পাবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অ্যাকাডেমির ওয়েবসাইট (www.bia.gov.bd) থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। প্রস্তাবিত আবেদনপত্র ও আবেদন ফি বাবদ ১,০০০ টাকার মানি রিসিট এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদপত্রাদিসহ আগামী ২৯ মে ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমি, ৫৩ মহাখালী বা/এ, ঢাকা-১২১২ এই ঠিকানায় জমা দিতে হবে।
কৃতি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের Institute and Faculty of Actuaries, UK. Society of Actuaries, USA বা অন্য কোন সমমানের প্রতিষ্ঠানে নিবন্ধনকরে বিষয়ভিত্তিক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণের করতে ইচ্ছুক শিক্ষার্থীদেরকে বৃত্তির জন্য সহায়তা করা হবে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সার্কুলার অনুযায়ী অ্যাকচ্যুয়ারিয়াল বিষয়ে ডিগ্রি/ ডিপ্লোমাধারীদের বীমা কোম্পানিগুলোর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
আবেদনপত্র বাছাই ও শিক্ষার্থী চূড়ান্তকরণ: ১৯ জুন ২০২৫ এবং ক্লাসের সম্ভাব্য সময়সূচী সপ্তাহে ০২ দিন (ছুটির দিন এবং অপরাহ্ন) ।
কোর্সটি সার্বিক তত্ত্বাবধান করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন অ্যাকচ্যুয়ারি এবং সার্বিক সহযোগিতায় থাকবেন এসএম ইব্রাহিম হোসাইন এসিআইআই, প্রধান অনুষদ সদস্য, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমি।
বিস্তারিত জানতে: বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমির ওয়েবসাইট ভিজিট করুন।
Posted ৪:০২ অপরাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity