
| শনিবার, ০৮ জুন ২০২৪ | প্রিন্ট | 57 বার পঠিত
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক ‘আমাদের নতুন সময়’ পত্রিকার ইমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান। গত বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নাঈমুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। যোগ দেয়ার সময় থেকে এই মেয়াদ কার্যকর হবে।
নাঈমুল ইসলাম খান ১৯৫৮ সালের ২১শে জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ১০ই মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুর পর এই পদটি শূন্য হয়। তিন মাস পর বিশিষ্ট সাংবাদিক আমাদের নতুন সময় পত্রিকার এমিরেটাস সম্পাদক নাঈমুল ইসলাম খানকে এ পদে নিয়োগ দেয়া হলো।
Posted ১২:২১ অপরাহ্ণ | শনিবার, ০৮ জুন ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity