
| মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 1999 বার পঠিত
রপ্তানি বাণিজ্যে বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশীয় বীমা কোম্পানির কভারেজের বিপরীতে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে পণ্য রপ্তানি করা যাবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) জারি করা নতুন সার্কুলারে ব্যাংকগুলোকে স্থানীয় বীমা কোম্পানি থেকে ‘পেমেন্ট আন্ডারটেকিং’ বা ‘পেমেন্ট রিস্ক কভারেজ’ গ্রহণের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে এতদিন শুধুমাত্র বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের গ্যারান্টির মাধ্যমেই যে রপ্তানি সম্ভব ছিল, সেটি এখন দেশীয় বীমার আওতায়ও করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, দেশীয় বীমা কোম্পানিগুলোর ইস্যু করা বৈদেশিক মুদ্রাভিত্তিক বীমা পলিসির অধীনে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে রপ্তানি পরিচালনা করা যাবে। তবে রপ্তানি আয় দেশে প্রত্যাবসিত না হলে বীমা দাবি বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করতে হবে। প্রয়োজনে বীমা কোম্পানিগুলো বিদেশ থেকে পুনর্বীমা নিতে পারবে।
এছাড়া, স্থানীয় বীমা কভারেজের ভিত্তিতে রপ্তানির বিপরীতে ব্যাংকগুলো ‘পোস্ট-শিপমেন্ট ফাইন্যান্স’ অর্থাৎ রপ্তানি পণ্যের পরবর্তী অর্থায়নও করতে পারবে।
রপ্তানিকারক ও সংশ্লিষ্টরা বলছেন, এই পদক্ষেপে বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমবে, বাণিজ্যিক অর্থায়নে নমনীয়তা আসবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানিকারকরা আরও প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, এটি শুধু রপ্তানি প্রক্রিয়া সহজ করবে না, বরং স্থানীয় বীমা খাতেরও বিকাশ ঘটাবে। একইসঙ্গে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
Posted ৮:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity