
| বুধবার, ২১ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 65 বার পঠিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভায় এ ঘোষণা আসে। এই সভাতে অবশ্য সশরীরে আসেননি পাপন, যোগ দেন অনলাইনে। সেখান থেকেই অবসরের ঘোষণা দেন তিনি।
এদিকে নতুন বোর্ড সভাপতি কে হবেন তার ঘোষণা এখনো আসেনি। কিন্তু পরবর্তী বিসিবি সভাপতি হওয়া দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ।
অবশ্য বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ফারুক এই দায়িত্ব নেয়ার ক্ষেত্রে আগে তাকে পরিচালক হিসেবে জায়গা করে নিতে হবে। ফারুক আহমেদ বর্তমান বোর্ডের পরিচালক পদে নেই। এ কারণে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে বিসিবিতে আনা হবে। আর এরপরই বিসিবির বাকি পরিচালকদের ভোটে তাকে সভাপতিত্ব দেয়া হবে। গতকাল বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনূস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন তিনি।
Posted ১২:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity