
| রবিবার, ২৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 72 বার পঠিত
পাকিস্তানের বিপক্ষে কখনো টেস্ট জিততে না পারা দলটা পাকিস্তানের বেস্ট বোলিং অ্যাটাকের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করার পর বল হাতে পাকিস্তানি ব্যাটার কাঁপন ধরিয়ে দিয়ে ঐতিহাসিক জয় তুলে নিলো বাংলাদেশ। ব্যাটিংয়ের পর বোলিংয়ে দাপট, রাওয়ালপিন্ডি টেস্টের দুর্দান্ত এই জয় পাকিস্তানের মাটিতে ক্রিকেটের যেকোনো ফরম্যাটেই লাল-সবুজদের প্রথম জয়। হারের বৃত্ত ভেঙে ঐতিহাসিক জয়ের রোমাঞ্চ এলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্টের সিরিজের প্রথমটিতে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: প্রথম ইনিংস- ৪৪৮/৬(ডিক্লে.) ও দ্বিতীয় ইনিংস-১৪৬
বাংলাদেশ: প্রথম ইনিংস-৫৬৫ ও দ্বিতীয় ইনিংস-৩০/০ (৬.৩ ওভার)
ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।
রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ৪৪৮ রানে ইনিংস ঘোষণার পর দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। যার ফলে প্রথমবারের মতো টেস্ট জিততে বাংলাদেশের দরকার ছিল ৩০ রান। ৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৬ ওভার ৩ বলে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারালো বাংলাদেশ।
ঐতিহাসিক জয় তুলে নেওয়ার দিনে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশর হয়ে ওপেনিংয়ে নামেন সাদমান ইসলাম ও জাকির হাসান। ৬ ওভার ৩ বল খেলেই জয় নিয়েই মাঠ ছাড়েন এই দুই ব্যাটার। সাদমান ইসলাম ৯ রানে ও জাকির হাসান ১৫ রানে অপরাজিত থাকেন।
আজ রবিবার (২৫ আগস্ট) সকালে ৯৪ রানে পিছিয়ে থেকে মাঠে নামে পাকিস্তান। আগের মতো আজও নির্ধারিত সময়ের আগে শুরু হয় পঞ্চম দিনের খেলা। পঞ্চম দিনে আজ ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার আব্দুল্লাহ শফিক ও শান মাসুদ।
তবে এই জুটিকে বেশদূর এগোতে দেননি হাসান মাহমুদ। হাসান মাহমুদের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান শান মাসুদ। আউট হওয়ার আগে করেন ৩৭ বলে ১৪ রান। তার বিদায়ে দিনের শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান।
শান মাসুদের বিদায়ের পর জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন আব্দুল্লাহ শফিক ও বাবর আজম। তবে ভয়ঙ্কর হয়ে ওঠা আগেই এই জুটিকে থামান নাহিদ রানা। নাহিদ রানার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বাবর আজম। আউট হওয়া আগে করেন ৫০ বলে ২২ রান। যদিও শূন্য রানে ফিরে যেতে পারতেন তিনি। শান মাসুদের বিদায়ের পরের ওভারে শরীফুলের বলে বাবর আজমের সহজ ক্যাচ ছেড়ে দেন লিটন। জীবন পেয়ে ২২ রান করলেন বাবর।
বাবরের বিদায়ের পরের ওভারেই সাজঘরে ফিরে যান প্রথম ইনিংসে ১৪১ রান করা সৌদ শাকিল। ৪ বলে শূন্য রান করে সাকিবের বলে স্টাম্পড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
সৌদ শাকিলের উইকেট নেওয়ার পর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন সাকিব ও মিরাজ। সাকিবের বলে সাদমানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ওপেনার আব্দুল্লাহ শফিক। আউট হওয়ার আগে করেন ৮৬ বলে ৩৭ রান।
সাকিবের পর পাকিস্তান শিবিরে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে স্লিপে সাদমানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আগা সালমান। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে এলোমেলো হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
১০৫ রানে ৬ উইকেট হারানোর পর শাহিন আফ্রিদিকে সঙ্গে নিয়ে লাঞ্চ বিরতির আগের সময়টুকু নির্বিঘ্নে পার করেন রিজওয়ান। আর কোনো বিপদ ঘটতে দেননি তারা। শেষ পর্যন্ত ৩৬ ওভারে ১০৮ রান করে লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান।
বিরতি থেকে ফিরে আবারও পাকিস্তান শিবিরে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান শাহিন আফ্রিদি।
মিরাজের পর পাকিস্তান শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। সাকিবের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান নাসিম শাহ। তার বিদায়ে ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে হারের আরও কাছে চলে যায় পাকিস্তান।
১১৮ রানে ৮ উইকেট হারানোর পর খুররাম শেহজাদকে লড়াই চালিয়ে যেতে থাকেন প্রথম ইনিংসে ১৭১ রান করে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান। স্রোতের বিপরিতে দাঁড়িয়ে বাংলাদেশের বিপক্ষে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন তিনি।
তবে অর্ধশতক তুলে নেওয়ার পর তাকে আর বেশিদূর এগোতে দেননি মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে বোল্ড হয়ে ৮০ বলে ৫১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। রিজওয়ানের বিদায়ের পর ১৪৬ রানেই থামে পাকিস্তানের ইনিংস। যার ফলে বাংলাদেশ সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয় মাত্র ৩০।
এর আগে ব্যাটিংয়ে নেমে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। পাকিস্তানের ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে মুশফিকের সেঞ্চুরি আর সাদমান, মুমিনুল, লিটন দাস আর মিরাজের অর্ধশতকে ভর করে পাকিস্তানের করা পাহাড়সম ৪৪৮ রান টপকে ৫৬৫ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। যার ফলে টাইগারদের লিড দাঁড়ায় ১১৭ রানে।
১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। যার ফলে তারা গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০।
Posted ৪:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity