শনিবার ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যু বার্ষিকী আজ

  |   শনিবার, ২৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   112 বার পঠিত

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যু বার্ষিকী আজ

আজ (২৪ মে) বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যু বার্ষিকী। নানামুখী প্রতিভার অধিকারী আলহাজ্ব মকবুল হোসেন ১৯৫০ সালে ১৫ মার্চ মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের টঙ্গীবাড়ী উপজেলার ডুলিহাটা গ্রামে জন্মগ্রহণ করেন।

মেধাবী ও নেতৃত্বগুণে সমৃদ্ধ মকবুল হোসেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তিনি জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৭২ সালে এমএ, এরপর এলএলবি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র এ্যাডভোকেট এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন।

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মকবুল হোসেন কর্মময় জীবনে দেশের ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ শিল্প-বাণিজ্যে ও শিক্ষাখাতে ছিলো অবাধ বিচরণ। তিনি প্রতিষ্ঠা করেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স, মধুমতি ব্যাংক, সন্ধানী লাইফ ফাইন্যান্স, সন্ধানী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি, এ্যামিকো ল্যাবরেটরিজ, পান্না টেক্সটাইল (স্পিনিং) মিলস ও মোনা গ্রুপ অব গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ।

শিক্ষাখাতে তিনি প্রতিষ্ঠা করেন, সিটি ইউনিভার্সিটি, আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ, এম. এইচ. ডেন্টাল ইউনিট কলেজ, মোহাম্মদপুর ইসলামিক সেন্টার, হাফেজিয়া জামিয়া মাদ্রাসা ও মোহাম্মদ আলী গলবাহার হাসপাতাল। ।
পেশাগত জীবনে তিনি কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন, শের ই বাংলা জাতীয় স্বর্ণপদক পুরস্কার, বঙ্গবন্ধু জাতীয় স্বর্ণপদক পুরস্কার, শহীদ সোরওয়ার্দী জাতীয় স্বর্ণপদক পুরস্কার, বিচারপতি আবু সাঈদ স্বর্ণপদক পুরস্কার, শহীদ বদিউজ্জামান স্বর্ণপদক পুরস্কার, আমরা সূর্যমুখী স্বর্ণপদক পুরস্কারসহ অসংখ্যা পুরস্কার।

বিশিষ্ট এই ব্যক্তিত্ব ২০২০ সালের ২৪ মে রাত নয়টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৯:০১ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

May 2025
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com