
| বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 254 বার পঠিত
সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে খসরু দস্তগীর আলমের নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। খসরু দস্তগীর আলম সাধারণ বীমা করপোরেশন হতে বর্তমান যে অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছেন তা অবশিষ্টাংশ বাতিল হওয়া সাপেক্ষে সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের তারিখ হতে তার নিয়োগ কার্যকর হবে মর্মে জানানো হয়।
খসরু দস্তগীর আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওতাধীন চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাকাডেমি থেকে “এবিআইএ” ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি লন্ডনের টায়জার কোম্পানি থেকে বীমা ও পুনঃবীমা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।-বিজ্ঞপ্তি
Posted ২:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity