
| বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 99 বার পঠিত
নন-লাইফ বীমা কোম্পানীসমূহের সমস্যা নিরসনে করনীয় সম্পর্কে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নন-লাইফ বীমা কোম্পানীর ৪২ জন মুখ্য নির্বাহী কর্মকর্তা যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন নন-লাইফ টেকনিক্যাল সাব-কমিটি আহ্বায়ক ও রুপালী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের উপদেষ্টা পি কে রায় এফসিএ। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) ও ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট হোসেন আখতার।
সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নন-লাইফ বীমা কোম্পানীর সমস্যাসমূহ উল্লেখ করে এ সকল সমস্যা নিরসনে তাদের স্ব স্ব মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মতামত ধৈর্য্যসহকারে শুনেন এবং তাদের দেয়া মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবেন বলে জানান। – বিজ্ঞপ্তি
Posted ৭:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity