
| সোমবার, ১৩ মে ২০২৪ | প্রিন্ট | 148 বার পঠিত
‘প্রতিদিনের অর্থনীতি’ নিউজ পোর্টালের যাত্রা শুরু হলো। শত শত পত্রিকাও নিউজ পোর্টালের ভীড়ে আরো একটি নতুন অনলাইন পত্রিকার যাত্রা শুরু নানা কারণেই বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রশ্ন উত্থাপিত হতে পারে এত পত্রিকা এবং নিউজ পোর্টালের ভীড়ে আরো একটি নতুন নিউজ পোর্টালের আবশ্যকতা কতটা? এটা ঠিক যে বাংলাদেশ এমনই এক দেশ যেখানে শত শত পত্রিকা, নিউজ পোর্টালের উপস্থিতি লক্ষ্য করা যায়। এসব পত্রিকার এবং নিউজ পোর্টাল দক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করে চলেছে। যারা দক্ষতার সঙ্গে বাস্তবতার নিরিখে সংবাদ ও মতামত প্রকাশ করছে তারা পাঠক প্রিয়তাও অর্জন করতে সক্ষম হয়েছে। কিন্তু কিছু কিছু সামাজিক মিডিয়া নানা ধরনের অসত্য এবং বিভ্রান্তিকর সংবাদ ও মতামত প্রকাশের মাধ্যমে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে। ফলে কোন পত্রিকার পরিবেশিত সংবাদ সঠিক ও বস্তুনিষ্ঠ তা যাচাই করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। কিন্তু আমরা বিশ্বাস করি, একটি পত্রিকা হচ্ছে জাতির বিবেক এবং দর্পন স্বরূপ। পত্রিকার মাধ্যমে নির্মোহভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই একজন সংবাদ কর্মীর কাজ এবং নৈতিক দায়িত্ব। গুটি কয়েক পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে। তাই এ ক্ষেত্রে এখনো অনেক কিছু করার আছে বলে আমরা মনে করি।
আমরা এককভাবে সমাজকে ভালো এবং সঠিক পথে পরিচালিত করতে পারবো তা বিশ্বাস করি না। তবে সুন্দর এবং সত্যের গন্তব্যে আমাদের অবিরাম পথ অব্যাহত থাকবে। আমরা সুন্দরের সমর্থক এবং সব ধরনের অসুন্দর এবং দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কথা বলবো। মুক্তিযুদ্ধের স্বপক্ষে আমাদের অবস্থান নিশ্চিত করতে চাই। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা হৃদয়ে ধারন করে পথ চলতে চাই। দায়িত্ব পালনকালে কোনো ধরনের অনিয়ম-অনাচারকে আমরা প্রশ্রয় দেবো না। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মতো সৎ সাহস নিয়ে পথ চলতে চাই। আমাদের এই যাত্রা পথ অত্যন্ত বন্ধুর এবং এখানে প্রতিনিয়তই প্রতিবন্ধকতা আসবে। আমরা সেইসব প্রতিবন্ধকতা পেরিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যেতে চাই। আমরা জানি আমাদের এই পথচলা অত্যন্ত কঠিন। সেই কঠিন যাত্রাপথে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি। পাঠকের চাহিদা পূরণে আমাদের আন্তরিত প্রচেষ্টা সব সময়ই অব্যাহত থাকবে।
Posted ১২:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ মে ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity