বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

  |   বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   53 বার পঠিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে । আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ২৮তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়।

কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ সভায় সভাপতিত্ব করেন। সভায় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক হাসিনা নিজাম, রিয়াজ উদ্দিন আহমেদ, এ এন এম ফজলুল করিম মুন্সী, মো. মঈন উদ্দিন, সবিতা ফেরদৌসী, শারমিন নাসির, দিলরুবা শারমিন, প্রফেসর আনসার আলী ও মোহাম্মদ আহসান ইবনে কবিরসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এন সি রুর্দ্রসহ উর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৩ সালে মোট ৩৮৩ কোটি টাকা প্রিমিয়াম অর্জন করেন। কোম্পানির বর্তমান মোট সম্পদের পরিমাণ ১৮৪২.৯৭ কোটি টাকা। কোম্পানিটি ২০২৩ সালে ৪৪৬.৪১ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। ২০২৩ সালে কোম্পানির ইপিএস ১.৫৬ টাকা এবং ডিপিএস ১.৫০ টাকা।

বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, কোম্পানির কার্যক্রম শুরুর পর হতে ২০২৩ সাল পর্যন্ত গ্রাহকের মৃত্যুদাবি বাবদ ১১৩.৪৭ কোটি টাকা, কিস্তি বীমার সুবিধা বাবদ ১৪৪১.৭৮ কোটি টাকা, মেয়াদ পূর্তি দাবি বাবদ ১৪২২.৫৯ কোটি টাকা এবং বোনাস বাবদ ৭৭৬.৪৯ কোটি টাকাসহ সর্বমোট ৩৭৫৪.৩৩ কোটি টাকা পরিশোধ করেছে। এই পরিসখ্যানই বলে দেয় মেঘনা লাইফ দাবি পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ।

পরিশেষে কোম্পানির চেয়ারম্যান তার বক্তব্যে ২০২৪ সালের জন্য যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং কোম্পানির ধারাবাহিক সাফল্যের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ ও অন্যান্য নিয়ন্ত্রণকারী সংস্থা এবং কোম্পানির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, বীমাকর্মী, পলিসিহোল্ডার ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

August 2024
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com