
| বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 68 বার পঠিত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব মাহবুবা ফারজানাকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৩ অক্টোবর) মাহবুবাকে সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে গত ১২ সেপ্টেম্বর ওএসডি করা হয়। এরপর থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের পদটি খালি ছিল। এক মাস ১১ দিন পর নতুন সচিব পেল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
Posted ১০:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity