শুক্রবার ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আজ এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা হাইভোল্টেজ লড়াই

  |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   167 বার পঠিত

আজ এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা হাইভোল্টেজ লড়াই

অবশেষে এলো এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের আসল লড়াই। শনিবার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ, যেখানে সমানতালে লড়াইয়ের ইতিহাস দুই দলকেই দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস।

এশিয়া কাপে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা জমেছে প্রত্যাশামতো। ভারত, বাংলাদেশ ও আফগানিস্তান সহজ জয় তুলে নিয়েছে। আর পাকিস্তানও এড়িয়েছে অঘটন। তবে আজকের ম্যাচ ভিন্ন আবহ তৈরি করেছে। গত এক দশকে দুই দলের দ্বৈরথে রোমাঞ্চ ছিল চোখে পড়ার মতো। শেষ ১৬ ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জিতেছে সমান ৮ বার করে।

শেখ জায়েদ স্টেডিয়ামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হলেও ম্যাচ যত গড়াবে, স্পিনারদের প্রভাবও দেখা যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, পাওয়ার প্লে’তেই গতি নির্ধারণ হবে ম্যাচের। তাই দুই দলের ওপেনারদের পারফরম্যান্স হতে যাচ্ছে ম্যাচের ভাগ্য নির্ধারণের অন্যতম ফ্যাক্টর।

বাংলাদেশের সম্ভাব্য একাদশে আছেন: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকার আলি আনিক, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: কুশল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা/নুয়ান থুশারা, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্ত চামিরা ও মাথিশা পাথিরানা।

দুই দলই সমান শক্তির প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ চাইবে সাম্প্রতিক ভালো ফর্ম ধরে রাখতে, আর শ্রীলঙ্কা নামবে নিজেদের আধিপত্য প্রমাণের লক্ষ্যে। ফলে ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের ম্যাচটি হতে যাচ্ছে একেবারেই জমজমাট লড়াই।

 

প্রতিদিনের অর্থনীতি/ডেস্ক

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৯ অপরাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com