
| রবিবার, ২৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 378 বার পঠিত
বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। আজ রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাটি ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
প্রতি বছর ১২ রবিউল আউয়াল মুসলমানরা মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস হিসেবে পালন করে থাকেন। এবার সফর মাস ৩০ দিনে পূর্ণ হওয়ায় ১২ রবিউল আউয়াল পড়ছে ৬ সেপ্টেম্বর। দিনটিতে বাংলাদেশে সরকারি ছুটি থাকবে।
ঐতিহাসিকভাবে, ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহম্মদ (সা.)। একই দিনে, ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকালও করেন।
বিশ্ব মুসলিমের নিকট দিনটি বিশেষ মর্যাদাপূর্ণ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়।
Posted ১১:০৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ আগস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity