
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 91 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের অস্বাভাবিক শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য বা কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।
প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি মিথুন নিটিং অ্যান্ড ডায়িংয়ের শেয়ারের দাম ছিল ১২.৭০ টাকা। ১৩ ফেব্রুয়ারি শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৪.২০ টাকা। এই ১৭ কার্যদিবসে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১১.৫০ টাকা বা ৯০.৫৫ শতাংশ। এভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই।
Posted ৯:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner_Arthonity