
| মঙ্গলবার, ২১ মে ২০২৪ | প্রিন্ট | 98 বার পঠিত
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মঙ্গলবার (২১ মে) অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. শেখ মহ. রেজাউল ইসলামকে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়েছে, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক বীমা আইন, ২০১০ এর ৮০ (৪) ধারার সুষ্পষ্ট লংঘন করায় স্বদেশ বীমা আইন ২০১০ এর ৮০(৫) ধারা মোতাবেক অতিরিক্ত সচিব (অব) ড. শেখ মহ. রেজাউল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
Posted ৫:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity