
| বুধবার, ২৯ মে ২০২৪ | প্রিন্ট | 56 বার পঠিত
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. ওমর ফারুক খান। সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ব্যাংকটির বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকায় এএমডি মো. ওমর ফারুক খান এ পদে দায়িত্ব পালন করবেন।
Posted ২:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৯ মে ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity