
| রবিবার, ০২ জুন ২০২৪ | প্রিন্ট | 83 বার পঠিত
আইএফআইসি ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মনসুর মোস্তফা।
গত ১৩ মে আইএফআইসি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন, চিফ ক্রেডিট অফিসার, চিফ রিস্ক অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো)-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন সৈয়দ মনসুর মোস্তফা।
সৈয়দ মনসুর মোস্তফা ২০১৫ সালের ৬ এপ্রিল সিনিয়র এক্সিকিউটিভ আইস প্রেসিডেন্ট হিসাবে আইএফআইসি ব্যাংকে যোগদান করেন। প্রবেশনারি অফিসার হিসাবে ১৯৯৬ সালে এবি ব্যাংকে যোগদানের মধ্যদিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর হেড অব ক্রেডিট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
Posted ৩:৩২ অপরাহ্ণ | রবিবার, ০২ জুন ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity