
| সোমবার, ০৩ জুন ২০২৪ | প্রিন্ট | 50 বার পঠিত
যমুনা লাইফ ইন্সু্যরেন্সের ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পেলেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার এস এম শামছুউদ্দীন। গত (০২ জুন ২০২৪) কোম্পানির পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিচালনা পর্ষদের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সিইও হিসেবে এস এম শামছুউদ্দীনকে নিয়োগের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের কাছে অনুমতি চেয়ে চিঠি প্রেরণ করা হয়। কামরুল হাসান খন্দকার এর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদটি সাময়িকভাবে শূন্য হয়েছে। যমুনা লাইফের পরিচালনা পর্ষদের সভায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সিইও হিসেবে এস এম শামছুউদ্দীন নিয়োগ প্রদানে বোর্ড একমত পোষণ করেন। কোনো প্রকার আইনি ব্যত্যয় যাতে না ঘটে সে কারণে কোম্পানির চিফ মার্কেটিং অফিসার এস এম শামছুউদ্দীনকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খান এস এম শামছুউদ্দীনকে ভারপ্রাপ্ত সিইও এর দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১০:১৭ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity