
| শুক্রবার, ০৭ জুন ২০২৪ | প্রিন্ট | 101 বার পঠিত
ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে বায়েজিদ মুজতবা সিদ্দিকীকে আগামী ৩ বছরের জন্য অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
গত তিন যুগ ধরে সুনামের সঙ্গে জনাব সিদ্দিকী বীমা পেশায় সম্পৃক্ত রয়েছেন । ইতিপূর্বে তিনি সাউথ এশিয়া ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও সর্বশেষ প্রাইম ইন্স্যুরেন্সে সিইও পদে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং চট্টগ্রাম ‘ল কলেজ’ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করা বীমা খাতের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব সিদ্দিকীর অবলিখন, দাবি ও পুনঃবীমাসহ তথ্যপ্রযুক্তি খাতে রয়েছে ব্যাপক অভিজ্ঞতা।
এছাড়া, একজন দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তা হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে।
Posted ১২:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity