
| সোমবার, ২৪ জুন ২০২৪ | প্রিন্ট | 55 বার পঠিত
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সেলিম। কোম্পানির পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে তিনি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন।
বীমা খাতে ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেলিম সাধারণ বীমা কর্পোরেশনে সহকারী ব্যবস্থাপক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন ধাপে ফাইন্যান্স, হিসাব, রিইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ও বিনিয়োগ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করে মহাব্যবস্থাপক পদ থেকে অবসর গ্রহণ করেন। সাধারণ বীমা কর্পোরেশনে চাকুরীকালীন অডিট ও কমপ্ল্যায়েন্স বিভাগ, রিয়াল স্টেট বিভাগ, রিইন্স্যুরেন্স হিসাব বিভাগ, অবলিখন বিভাগ, হিসাব বিভাগ ও বিনিয়োগ বিভাগের দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ সেলিম নন-লাইফ ইন্স্যুরেন্স ডিপ্লোমা সম্পন্ন করেছেন এবং ইন্স্যুরেন্স বিষয়ে কম্প্রিহেনসিভ কোর্স সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির একজন ‘অ্যাসোসিয়েট’ এবং ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এ প্রশিক্ষণ গ্রহন করেছেন। তিনি অবলিখন ও দাবি ব্যবস্থাপনা বিষয়ে দেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং ইন্স্যুরেন্স ও রিইন্স্যুরেন্স বিষয়ে চীন, শ্রীলংকা ও ইংল্যান্ডে বিভিন্ন প্রশিক্ষণ/ সেমিনারে অংশগ্রহণ করেছেন।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity