
| বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 52 বার পঠিত
আজ দেশের সকল সরকারি বেসরকারি জীবন বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ৩টায় কর্তৃপক্ষের সভাকক্ষ-১ এ উক্ত মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলম মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নোটিশ জীবন বীমা করপোরেশনসহ সকল লাইফ বীমা কোম্পানিকে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) সুবীর চৌধুরী স্বাক্ষরিত ওই নোটিশে সরকারি বেসরকারি সকল লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity