
| শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 54 বার পঠিত
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্য বীমা সেবায় সন্তোষ প্রকাশ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ান কোম্পানি JSC Energospetsmontazh বেঙ্গল ইসলামি লাইফকে প্রশংসা পত্র প্রদান করে। ইতিপূর্বে বাংলাদেশে JSC Energospetsmontazh-এ কর্মরত কর্মকর্তা ও কর্মীদের স্বাস্থ্য বীমা সেবা দিয়ে আসছে বেঙ্গল ইসলামি লাইফ। রাশিয়ান কোম্পানিটি বেঙ্গল ইসলামি লাইফের স্বাস্থ্য বীমা সেবায় সন্তোষ প্রকাশ করে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ।
বেঙ্গল ইসলামি লাইফের সংশ্লিষ্ট স্বাস্থ্য বীমা টিম প্রতিটি স্বাস্থ্য সেবার ঘটনা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে থাকে এবং সমস্যা সমাধানে উচ্চমান সম্পন্ন পেশাদারিত্বের পরিচয় রাখে মর্মে JSC Energospetsmontazh এর কর্তৃপক্ষ তাদের প্রসংশা পত্রে উল্লেখ করেন। একই সাথে কোম্পানির স্বাস্থ্য বীমা টিম দ্রুততার সাথে তাদের চাহিদার প্রতি যে সাড়া দিয়ে থাকে তার কথাও বিশেষভাবে উল্লেখ করেন।- বিজ্ঞপ্তি
Posted ৩:১২ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity