
| বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 83 বার পঠিত
ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন হাসান তারেক। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তার নিয়োগ প্রস্তাব অনুমোদন দিয়েছে । হাসান তারেক এর আগে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ছিলেন।
হাসান তারেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর মহাব্যবস্থাপক হিসেবে এক্সপেস ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদানের মাধ্যমে বীমাশিল্পে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ২০০৩ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন।
তিনি ২০১০ সালে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ক্রিস্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। এরপর তিনি পুনরায় ২০১২ সালে নির্বাহী পরিচালক হিসেবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। ২০২১ সালে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হন।
Posted ১:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity