
| বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 98 বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র নির্বাহী কমিটির ২০২৫-২০২৬ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিআইএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত সংগঠনের নির্বাচনী বোর্ডের ১ম সভায় এই তফসিল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মীর নাসির হোসেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তফসিল অনুযায়ী নির্বাহী কমিটির নির্বাচনে অংশগ্রহণের জন্য নমিনেশন ফরম সংগ্রহ এবং জমা দেয়া যাবে আগামী ১৪ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৫। সংগঠনের সেক্রেটারি মো. ওমর ফারুক এনডিসিকে নির্বাচনী কমিটির সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর সংগঠনটির ২১৮তম নির্বাহী কমিটির সভায় নির্বাচনী বোর্ড এবং নির্বাচনী আপীল বোর্ড গঠন করা হয়। বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ এর মেয়াদ আগামী ৮ এপ্রিল ২০২৫ তারিখে শেষ হবে।
Posted ৮:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity