বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

আইডিআরএ’র চার সদস্য নিয়োগ দিলো সরকার

  |   সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   474 বার পঠিত

আইডিআরএ’র চার সদস্য নিয়োগ দিলো সরকার

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য পদে নিয়োগ সম্পন্ন করেছে অর্থমন্ত্রণালয়। আজ সোমবার (২ ডিসেম্বর) এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআই‌ডি)। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য লাইফ পদে নিয়োগ পেয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ এবং নন-লাইফ সদস্য পদে নিয়োগ পেয়েছেন মেঘনা ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

এ ছাড়াও কর্তৃপক্ষের সদস্য প্রশাসন পদে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. ফজলুল হক এবং সদস্য আইন পদে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মিজ তানজিনা ইসমাইল।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী এই চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে বলে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৩ বছর কিংবা তার বয়স ৬৭ বছর পূর্তি যা আগে ঘটে সে সময়ের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তাদের পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্তাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে স্থিরীকৃত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

December 2024
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com