
প্রতিদিনের অর্থনীতি ডেস্ক: | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 108 বার পঠিত
বর্ণাঢ্য আয়োজনে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ উপলেক্ষে গত ৬ জানুয়ারি কোম্পানির প্রধান কার্যালয়ে কেক কাটা, শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কোম্পানির প্রধান কার্যালয় স্কাউট ভবন থেকে সকাল সাড়ে ১০টায় বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। এতে যোগদেন কোম্পানির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
শোভাযাত্রা শেষে দুপুরে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শোয়েব চৌধুরী। এ সময় তিনি বলেন, ২৫ বছর আগে যে লালিত স্বপ্ন নিয়ে প্রবাসী বাংলাদেশিরা এই প্রতিষ্ঠান তৈরি করেছে আমরা তা সমুন্নত রেখে এগিয়ে নিয়ে যাবো। তিনি সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ড. জামিল শরিফ ও সাবেক উদ্যোক্তা পরিচালক প্রদিপ সেন।
সভায় সভাপতির বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ সাইদুল আমিন বলেন, দেশব্যাপী প্রগ্রেসিভ লাইফের ৩২টি জেলা/বিভাগীয় অফিসে একযোগে আমাদের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে; যা আমাদের জন্য গর্বের বিষয়। ২০২৫ সাল প্রগ্রেসিভ লাইফ ২৫তম বছর। এ বছর আমাদের ঘুরে দাঁড়ানোর বছর।
কোম্পানিকে দেশের শীর্ষ বীমা কোম্পানিতে পরিণত করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ২০২৪ সালে আমরা প্রায় ৪০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছি। এরমাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। সারা দেশে ১২০০ উন্নয়ন কর্মী নিয়োগ দিয়েছি এবং প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছি যার মাধ্যমে বীমা খাতে দক্ষ কর্মী তৈরিতে প্রগ্রেসিভ লাইফ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ারদী, সিনিয়ৱ ডিএমডি শাহজাহান আজাদী, কোম্পানি সচিব আব্দুল্লাহ আল মনসুর, সিনিয়ৱ ডিএমডি জসীম উদ্দিন প্রধান প্রমুখ।
Posted ২:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity