
| সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 147 বার পঠিত
সিলেটে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৫ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। বুধবার (৮ জানুয়ারি) সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন উক্ত টাকার চেক হস্তান্তর করেন।
কোম্পানির সিলেট এরিয়া ইনচার্জ মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মফিজুল ইসলাম, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট নির্মলেন্দু বাড়ৈ, এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এ এস এম সাজ্জাদুর রহমান, জনবীমার সিলেট এরিয়া ইনচার্জ মোস্তফা খাঁন ও মনিটরিং ইনচার্জ আব্দুল মোতাল্লিব।
এ সময় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, কিছু কিছু বীমা প্রতিষ্ঠান গ্রাহকদের দাবি সময়মতো দিতে না পারায় বীমা শিল্পের দূর্নাম হচ্ছে, ফলে স্বনামধন্য প্রতিষ্ঠান গুলোকেও বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তবে ন্যাশনাল লাইফ বরাবরই গ্রাহকদের দাবি যথা সময়ে পরিশোধ করে এসেছে বলেই আজ দক্ষিণ এশিয়ার সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে।
তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফ ২০২৪ সালে ১ হাজার ২০৮ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছি। সময়মতো দাবির টাকা পেয়ে গ্রাহকরা ন্যাশনাল লাইফের প্রতি ভালো অনুভূতি প্রকাশ করেন।-বিজ্ঞপ্তি
Posted ৭:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity