
| শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 122 বার পঠিত
ইউনিফায়েড মেসেজিং প্লাটফর্ম (ইউএমপি)’র নামের পরিবর্তে ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইআইএমএস) নামকরণ করেছ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
একই সাথে পূর্ববর্তী ইউএমপি’র মতো বর্তমানেও আইআইএমএস কর্তৃপক্ষের চাহিদাকৃত সকল ডাটা নিয়মিত প্রেরণ এবং সার্ভিসের বকেয়াসহ সকল বিল প্রদানে বীমা কোম্পানিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আইডিআরএ’র উপসচিব ও পরিচালক (প্রশাসন) ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত চিঠির মাধ্যেমে এ তথ্য জানা যায়। চিঠিটি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামসহ (বিআইএফ) সকল বীমা কোম্পানির নিকট পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ নভেম্বর আইডিআরএ’র ১১২তম সভায় ইউএমপি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেশি-বিদেশি যৌথ মালিকানার একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাবনা অনুসারে ইউএমপি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
Posted ১:২৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity