শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাচন ২৪ ফেব্রুয়ারি

  |   রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   173 বার পঠিত

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাচন ২৪ ফেব্রুয়ারি

আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৭ ফেব্রুয়ারি।

রোববার (২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার মো. জালালুল আজিম ঘোষিত নির্বাচনী তফসিলে দেখা যায়; এবারের ভোটে একজন প্রেসিডেন্ট, দু’জন ভাইস প্রেসিডেন্ট (১জন লাইফ ও ১ জন ননলাইফ), একজন সেক্রেটারি জেনারেল, দু’জন জয়েন্ট সেক্রেটারি জেনারেল (১জন লাইফ ও ১ জন ননলাইফ), একজন ফাইন্যান্স সেক্রেটারি, দু’জন অর্গানাইজিং সেক্রেটারি (১জন লাইফ ও ১ জন ননলাইফ), একজন অফিস সেক্রেটারি এবং ৭ জন এক্সিকিউটিভ মেম্বার(২জন লাইফ ও ৫ জন ননলাইফ) নির্বাচন করা হবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী- ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সর্বশেষ তারিখ ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা। খসড়া ভোটার তালিকা প্রকাশ ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা। আপিল বোর্ডের নিকট খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপিলের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টা। খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানী হবে ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি বিকাল ৫টায়।

নমিনেশন ফরম সংগ্রহ ও দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি; প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

নমিনেশন ফরম যাচাই বাছাই করা হবে ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টায়। বৈধ প্রার্থী তালিকার বিরুদ্ধে আপিলের সর্বশেষ তারিখ দেয়া হয়েছে ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

আপিল শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত। চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টায়। নমিনেশন পেপার প্রত্যাহারের সর্বশেষ তারিখ দেয়া হয়েছে ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২২ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে।

নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গণনা করা হবে একইদিন (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার পর হতে। প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে ভোট গণণা শেষে বিকাল ৫ টা ৩০ মিনিটে।

ঘোষিত ফলাফলের বিপরীতে আপিল করা যাবে ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত। আপিল শুনানি করা হবে ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত ।

চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টায়।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ২:২৭ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com