
| সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 209 বার পঠিত
সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫” সম্প্রতি ঢাকার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নুরুল আলম চৌধুরী।
উক্ত সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, সকল শাখা প্রধানগণসহ প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, অপারেশন ও শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মুহাম্মদ বাকের মুর্শেদ।
সভায় উপস্থিত শাখা প্রধানগণকে কোম্পানির ব্যবসা উন্নয়ন ও বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য মূখ্য নির্বাহী কর্মকর্তা সবার প্রতি আহ্বান জানান। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আইন-কানুন যথাযথভাবে প্রতিপালন করে ব্যবসা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সবার প্রতি অনুরোধ জ্ঞাপন করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শাখা প্রধানদেরকে সভায় উপস্থিত থাকার জন্য মূখ্য নির্বাহী কর্মকর্তা ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। -বিজ্ঞপ্তি
Posted ৭:১০ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity