
| মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 163 বার পঠিত
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দিনাজপুরে ২ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনাজপুর সদরের বিনোদন কেন্দ্র গ্র্যান্ড দাদু বাড়ী রিসোর্টে আয়োজিত উন্নয়ন কর্মকর্তাদের অংশ গ্রহণে দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহকদের চেক হস্তান্তর করেন।
দিনাজপুর এরিয়া প্রধান এসভিপি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় তাকাফুল সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন, জনবীমা উন্নয়ন প্রধান হেলাল আহম্মেদ, বগুড়া এরিয়া প্রধান ভিপি মিজানুর রহমান শিপু।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, আমরা ২০২৪ সালে প্রায় দুই হাজার একশ কোটি টাকা প্রিমিয়াম আয় করেছি এবং দাবি পরিশোধ করেছি এক হাজার দুইশ ৫ কোটি টাকা। এটাই আমাদের শ্রেষ্ঠত্ব। বীমা দাবি পরিশোধকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছি।সময়মতো দাবি পরিশোধ করা হলে বীমা গ্রাহকের হার বাড়বে। বাংলাদেশে জীবন বীমার অপার সম্ভবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বীমাকে এগিয়ে নিতে হবে। এতে দেশ ও জনগণের কল্যাণ সাধিত হবে।
পরে সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নিলফামারী রংপুর বগুড়াসহ আরো বিভিন্ন জেলার এরিয়ার প্রায় ২ শতাধিক উন্নয়ন কর্মকর্তাসহ প্রায় ১১ ‘শ কর্মী অংশ নেন।-বিজ্ঞপ্তি
Posted ৯:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity