
| রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 221 বার পঠিত
সাঈদ আহমেদ বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র নতুন প্রেসিডন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট পদে ২জন প্রার্থীর মধ্যে সাঈদ আহমেদ নির্বাহী সদস্যদের ২০ ভোটের মধ্যে ১২ ভোট পেয়ে নির্বাচিত হন।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় বিআইএ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ বেলা ১টা পর্যন্ত সংগঠনটির প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য ২ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেন। তারা হলেন- গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ।
অপরদিকে ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদে ৩ জন প্রার্থী হলেন- ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু। বেলা সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট পদের নির্বাচন।
Posted ৩:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity