
| রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 291 বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট মনোনিত হয়েছেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আদিবা রহমান এবং ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৪টায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বেলা আড়াইটায় সংগঠনটির ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হন গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ।
নির্বাচনে ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদে ৩ জন প্রার্থীর মধ্যে সংগঠনের নিয়ম অনুযায়ী লাইফ ইন্স্যুরেন্স সেক্টর থেকে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমানকে ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট মনোনীত করা হয়। পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট পদে দুজন প্রাথীর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু নির্বাহী কমিটির ১৩ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।অপরদিকে জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ পেয়েছেন ৭ ভোট।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity