
| রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 136 বার পঠিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র ১৭ নির্বাহী সদস্য। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার। আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোটের মাধ্যমে এই ১৭ সদস্য থেকে একজন প্রেসিডেন্ট, দু’জন ভাইস প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি জেনারেল, দু’জন জয়েন্ট সেক্রেটারি জেনারেল, একজন ফাইন্যান্স সেক্রেটারি, দু’জন অর্গানাইজিং সেক্রেটারি, একজন অফিস সেক্রেটারি এবং ৭ জন এক্সিকিউটিভ মেম্বার নির্বাচন করা হবে।বিআইএফ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সংগঠনের ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের ১৭ সদস্য পদে নির্বাচনের জন্য গত ২ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় চূড়ান্ত প্রার্থী তালিকায় ১৭ সদস্যকে নির্বাচিত ঘোষণা করেছে কমিশন। এর মধ্যে লাইফ বীমা খাতের সদস্য ৬ জন এবং নন-লাইফ বীমা খাতের সদস্য ১১ জন।
লাইফ বীমা খাতের সদস্যরা হলেন- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুন্সী মো. মনিরুল আলম এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
অপরদিকে নন-লাইফ বীমা খাতের সদস্যরা হলেন- এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী, ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল, সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. শফিক শামীম, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মতিন সরকার এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ।
Posted ৬:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity